শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় আদর্শ পাঠাগারের বইপড়া উৎসবের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ায় আদর্শ পাঠাগার বইপড়া উৎসব-২০২৫এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০সেপ্টেম্বর) দুপুরে কুলাউড়া শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. এমদাদুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সঞ্চালক প্রভাষক মো. খালিক উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন লেখক, গবেষক ও শিক্ষাবিদ ড. মো. আব্দুর রকিব। 

বিশেষ অতিথি ছিলেন বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফজলুল হক, মৌলভীবাজার জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মো. তাজুল ইসলাম। 

পাঠাগারের সঞ্চালক প্রভাষক মো. খালিক উদ্দিন জানান, এবার শিক্ষার্থী ও অভিভাবক মিলিয়ে বইপড়া উৎসবে সাড়ে তিন শত পাঠক অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সেরা ১১২জন পাঠককে এককালীন বৃত্তি হিসেবে বিভিন্ন পরিমাণে নগদ অর্থ, বই, শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অবশিষ্ট সকল পাঠককে পুরস্কার হিসেবে প্রদান করা হয় বই।

এই সম্পর্কিত আরো