শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কলিম উদ্দিন মিলন - পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা পাহারাদারের ভূমিকা পালন করবে মসজিদে নববীতে ১ দিনে বিতরণ হলো ১৮৩ টন জমজমের পানি সিলেটে প্রশাসনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত র‌্যাবের হাতে বিপুল পরিমাণ গাঁজা ও ইসকফ সিরাপসহ গ্রেফতার ১ বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল পানিতে ডুবে শিশুর মৃত্যু - ‘ও আল্লাহ্, আমার ছেলেরে ফিরাইয়া দেও’ জাতির ওপর জবরদস্তি করা ঠিক নয় : সালাহউদ্দিন হবিগঞ্জে তরুণীর সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল, এসআই সাময়িক বরখাস্ত সংবিধানের দোষ নেই, দোষ হচ্ছে যারা রাতের ভোট দিনে করেছেন: ডা. জাহিদ হবিগঞ্জে গাঁজা সেবন নিয়ে বিরোধে যুবক খুন, পিতা-পুত্র আটক
advertisement
সিলেট বিভাগ

কানাইঘাটে পাশাপাশি ভবনেই দুই কলেজ

নির্দেশনা অমান্য করে একাদশে শিক্ষার্থী ভর্তি, কার্যক্রম বন্ধ রাখতে বোর্ডের নির্দেশ

সিলেটের কানাইঘাটের সড়কের বাজারে শিক্ষাবোর্ডের নির্দেশনাকে তোয়াক্কা না করেই একাদশ শ্রেণিতে পাঠাদান কার্যক্রম শুরু করেছে পাশাপাশি ভবনে অবস্থিত দুটি অননুমোদিত কলেজে। এতে করে রেজিস্ট্রেশন সংক্রান্ত অনিশ্চয়তার মধ্যে পড়তে যাচ্ছে উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠান দুটি হলো-সড়কের বাজার ইউনাইটেড কলেজ ও সড়কের বাজার মহিলা কলেজ। মাত্র ২৫০ গজের কম দুরত্বে এই দুটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। 

অননুমোদিত প্রতিষ্ঠানে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অন্য অনুমোদিত প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন না করতে সংশ্লিষ্ট দপ্তরের স্পষ্ট নির্দেশনা থাকা সত্বেও কোমলমতি শিক্ষার্থীদের কাছে তথ্য গোপন করে ভর্তি সম্পন্ন করেছে এই দুই প্রতিষ্ঠান। এতে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন নিয়ে ঝুঁকির মধ্যে পড়বে ভর্তিকৃত শিক্ষার্থীরা। 

শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ বলছে, এর দায় বর্তাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উপর। অভিভাবকরাও এ ব্যাপারে সচেতন হওয়া উচিত ছিল। 

এদিকে গত ১৫ সেপ্টেম্বর অননুমোদিত এই দুটি কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির না করার নির্দেশ দিয়েছে সিলেট শিক্ষাবোর্ড। একই সঙ্গে কলেজ দুটিতে যাতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত না হয় সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নিতেও অনুরোধ করা হয়েছে। 

সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। 

জানা গেছে, সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থান সড়কের বাজারে এই দুই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। অবস্থানগত দিক থেকে দুই কলেজের দুরত্ব ২৫০ গজেরও কম। সিলেট শিক্ষাবোর্ডের অনুমতি পাওয়ার আগেই এই দুই কলেজ একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম শুরু করেছে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের কাছে তথ্য গোপন করে অন্য প্রতিষ্ঠানের নামে অনলাইনে আবেদন করে ভর্তি সম্পন্ন করা হয়েছে। অথচ এসব শিক্ষার্থীরা জানেই না যে, তারা অন্য কলেজের নামে ভর্তি হয়েছেন। 

শিক্ষাবোর্ডের নির্দেশনা মোতাবেক গত ১৫ সেপ্টেম্বর সকল কলেজ একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন করেছে। একই দিনে এই দুটি কলেজও নবাগত শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন সম্পন্ন করেছে। 

চলতি বছরের ১৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শাখা মাধ্যমিক-১ শাখার উপ-সচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালার চিঠিতে বলা হয়েছে, ‘মফস্বল এলাকায় নতুন কলেজ স্থাপনে একটি প্রতিষ্ঠান থেকে অপর প্রতিষ্ঠানের দূরত্ব চার কিলোমিটার হতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদত্ত দূরত্ব সনদ ও সহকারী কমিশনার (ভূমি) প্রদত্ত জমির সনদ এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা প্রদত্ত জন্যসংখ্যার সনদ সংযুক্ত করতে হবে। আর ওই এলাকার জন্যসংখ্যা হবে ৭৫ হাজার।’ 

আর ২৪ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালায় বলা হয়েছে, ‘অনুমতি বা স্বীকৃতিবিহীন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তি নিষিদ্ধ। স্থাপনের অনুমতি আছে কিন্তু পাঠদানের প্রাথমিক অনুমতি নেই এরূপ কলেজ/সমমানের প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই ছাত্র-ছাত্রী ভর্তি করাতে পারবে না।’

এছাড়াও গত ২৮ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড-সিলেট এর একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালার ৮ নং অনুচ্ছেদে বলা হয়েছে-স্থাপনের অনুমতি আছে, কিন্তু পাঠদানের অনুমতি নেই এরূপ কলেজ/সমমানের প্রতিষ্ঠানে কোনো অবস্থাতেই ছাত্র/ছাত্রী ভর্তি করাতে পারবে না।

নীতিমালায় আরও বলা হয়-পাঠদানের প্রাথমিক অনুমতিপ্রাপ্ত অথবা স্বীকৃতিপ্রাপ্ত কোন কলেজ বা সমমানের প্রতিষ্ঠান অননুমোদিত ক্যাম্পাস বা শাখায় এবং অননুমোদিত কোন বিষয়ে ছাত্র-ছাত্রী ভর্তি করা যাবে না।  

এ বিষয়ে জানতে চাইলে সড়কের বাজার ইউনাইটেড মডেল কলেজের অধ্যক্ষ ময়নুল হক চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি এখন ব্যস্ত রয়েছি, এসব কোনো কিছু মনে নেই।’ এমনকি শিক্ষাবোর্ডের আদেশের কপির বিষয়েও তিনি কোনো কিছু মনে করতে পারছেন না বলে জানান। 

একই বিষয়ে জানতে চাইলে সড়কের বাজার মহিলা কলেজের গভার্নিংবডির সভাপতি এস এম জাহাঙ্গীর আলম কোনো বক্তব্য না দিয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। 

এ বিষয়ে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ার হোসেন চৌধুরী সিলেট ভয়েসকে বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির নির্দেশনা অমান্য করে এবং অননুমোদিত প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ভর্তির বিষয়ে তদন্ত করা হবে। তাছাড়া চিঠি ইস্যুর পরও যদি কোনো কর্মকাণ্ড পরিচালিত হয়, তাহলে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে পরবর্তীতে কোনো জটিলতা তৈরি হবে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যথাযথ নিয়মে ভর্তি না হলে কোনো জটিলতা তৈরি হলে তার দায় ওই প্রতিষ্ঠানকেই নিতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়া উচিত ছিল। কারণ তাদের সন্তান কোথায় ভর্তি করছেন এটা জানা জরুরি।’

এই সম্পর্কিত আরো