হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর জামালগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বিন বারীকে সভাপতি ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
৩১ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, দিলোয়ার হোসেন বাবর, মোঃ আজিজুর রহমান, ওয়ালী উল্ল্যাহ সরকার,মোঃ মাসুদ আলম মকসুদন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম আখুঞ্জী, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মুরাদ, আলতাফুর রহমান, খান মোঃ মোজাম্মেল হক,দপ্তর সম্পাদক বায়েজিদ বিন ওয়াহিদ, প্রচার সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, অর্থ সম্পাদক হারিছ উদ্দিন, বাঁধ বিষয়ক সম্পাদক আমিনুল হক মনি, তথ্য ও গবেষণা সম্পাদক আল আমিন, আইন বিষয়ক সম্পাদক মনি শংকর পাল, সদস্য মোঃ আব্দুর রব, আবুল কাসেম, মোঃ মুজিবুর রহমান, খুরশিদ আলম, মনোব্রত চক্রবর্তী, আবুল হোাসেন, নূর মিয়া, গিয়াস উদ্দিন,ননী গোপাল তালুকদার, পীযুষ কান্তি তালুকদার, মঈন উদ্দীন, আমিনূল হক, আল মোজাহিদ, আয়ুব খান।
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বাহলুল বখত ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান এর যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করেন।