শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে আট দিনে পুলিশের জালে ১৪৭, পাওয়া গেল যা

সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) ও সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর অভিযানে সিলেট মহানগরীতে আট দিনে ১৪৭ জনকে আটক করা হয়েছে। গত আটদিনের অভিযানে আটককৃতদের কাছ থেকে দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ৩৩৫ বোতল মদ, ৬৭২ পিস ইয়াবা বড়ি, ৩৭১ গ্রাম গাঁজা, একটি ছুরি ও মাদক বিক্রির নগদ ২ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএমপি পুলিশের দেওয়া তথ্যমতে সর্বশেষ বুধবার (১৭ সেপ্টেম্বর) মহিলাসহ ৩ জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা বড়ি, মাদক বিক্রির নগদ ২ হাজার ২৬০ টাকা এবং বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ৩৩৫ বোতল মদ উদ্ধার করা হয়। এর আগের দিন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ৩০ জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা বড়ি ও ১টি ছুরি উদ্ধার করা হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) ২৫ জনকে ধরে পুলিশ। এসময় ৭৫ পিস ইয়াবা বড়ি ও ৩০০ গ্রাম গাঁজা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ১৬ জনকে আটক করে এসএমপি ও সিলেট মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

একই দিন আরও ২৪ জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর আগের দিন শনিবার (১৩ সেপ্টেম্বর) ৪৯ জনকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৮৯ পিস ইয়াবা বড়ি ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত অভিযানের পাশাপাশি এসব অভিযান পরিচালিত হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ প্রশাসন। মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এসএমপির প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম চলমান থাকবে।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদক ও অপরাধে জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। সিলেট মহানগরীতে মাদক ও অপরাধ দমনে পুলিশের ধারাবাহিক অভিযানে আট দিনে গ্রেফতার ১৪৭ জনকে করা হয়েছে। সিলেট মেট্টোপলিটন পুলিশ (এসএমপি) ও মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এইসব অভিযানে দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের মদ, ইয়াবা বড়ি ও গাঁজা এবং ছুরিসহ নগদ টাকা উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো