শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে সরগরম প্রচারণা

আসন্ন দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচনকে ঘিরে পৌর শহরজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাজার থেকে শুরু করে পৌরসভার বিভিন্ন অলিগলি পর্যন্ত ব্যানার, পোস্টার ও বিলবোর্ডে সয়লাব হয়ে গেছে। সর্বত্রই দেখা মিলছে প্রার্থীদের ছবি ও নানা ধরণের নির্বাচনী স্লোগান।

নির্বাচনের আর মাত্র একদিন বাকি থাকলেও প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন প্রার্থনা করছেন।

লিফলেট বিতরণ, ব্যক্তিগত যোগাযোগ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তারা নিজেদের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরছেন। সমিতির সদস্যদের মধ্যেও নির্বাচনী উৎসাহ ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ এই পাঁচটি পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি পদে তিনজন করে লড়ছেন।

আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন পরিচালনা কমিটি।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মহাজন সমিতি দিরাই বাজারের ব্যবসায়িক স্বার্থ রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সমিতির নেতৃত্ব নির্বাচনে তাদের আগ্রহ স্বাভাবিকভাবেই বেশি। অনেকে মনে করছেন, এ নির্বাচন দিরাই বাজারের ব্যবসায়ী সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে।

এই সম্পর্কিত আরো