শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ২১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

সিলেট নগরের এয়ারপোর্ট থানার কান্দিরপথ এলাকা থেকে ২১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ২৬০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মঞ্জুর রহমান (৩৫) নামের এক যু্ববকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই (নিরস্ত্র) জুয়েল চৌধুরীর নেতৃত্বে একটি দল কান্দিরপথ সাহেবের বাজার হরিপুর আঞ্চলিক পাকা রাস্তা সংলগ্ন জামে মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় মঞ্জুর রহমানকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মঞ্জুর রহমান কান্দিরপথ এলাকার বাসিন্দা এবং সুনাফর আলীর ছেলে।

এসএমপি’র এডিসি (মিডিয়া) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এই সম্পর্কিত আরো