নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রাজিবুল ইসলাম মোস্তাক (২৯) কে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে শেরপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে শেরপুর ফাঁড়ি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজিবুল ইসলাম মোস্তাকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের ওপর হামলা, উসকানিমূলক বক্তব্য প্রদান ও নাশকতার অভিযোগ।
জানা যায়, গত বছরের জুলাই মাসে কক্সবাজারে কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেন তিনি। সে সময় এক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘ফু দিয়ে উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন মোস্তাক। সরকার পতনের পর প্রায় এক বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে মৌলভীবাজারে অবস্থানকালে পুলিশের হাতে ধরা পড়েন।
শেরপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শিপু কুমার দাস জানান, নিজেকে আড়াল করতে মোস্তাক স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক পরিচয়ে কাজ করছিলেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম মোস্তাক বলেন, ‘গ্রেপ্তার এড়াতে সে শেরপুর এলাকায় আত্মগোপনের চেষ্টা করছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রাজিবুল ইসলাম মোস্তাককে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।’