সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কুয়েত প্রবাসী এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর সকাল ১১.০০ টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের ঘরুয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জহুর উদ্দিন (৪০)। তিনি মৃত বাহার উদ্দিনের পুত্র ও এই এলাকার স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়ির দোতলার সিঁড়ির ছাদের টিনশেড কক্ষের লোহার এঙ্গেলের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
শান্তিগঞ্জ থানার এসআই মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ধারনা করছি তিনি প্রবাসী হলেও কোন হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন। আমরা এ বিষয়ে খোঁজ-খবর রাখছি। ইতিমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।