বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ -ইলিয়াসপত্নী লুনা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, নারীর ক্ষমতায়ন ছাড়া কোনো জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, নেতৃত্ব—সবখানেই নারীরা আজ দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিচ্ছেন। বিএনপি সবসময় নারী জাগরণ ও অগ্রযাত্রায় অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে  সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নে অনুষ্ঠিত মহিলাদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াসপত্নী আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীরাই হবে ধানের শীষের শক্তি। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের রাজনৈতিক অংশগ্রহণ ছাড়া কোনো গণতান্ত্রিক আন্দোলন সফল হতে পারে না। বিএনপি বিশ্বাস করে নারীর ক্ষমতায়নই জাতীয় অগ্রগতির চাবিকাঠি। তাই আগামী নির্বাচনে নারীদের ঘরে-ঘরে সংগঠিত করে ধানের শীষে ভোট নিশ্চিত করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সহ-সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী প্রমূখ। 

সমাবেশে মহিলা দলসহ  স্থানীয় কয়েক শতাধিক নারী উপস্থিত থেকে দলীয় নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপির নারীবান্ধব কর্মসূচির প্রতি সমর্থন জানান।

এই সম্পর্কিত আরো