বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে সরকারি বালু লুটপাটের অভিযোগে ইউপি সদস্য সাময়িক বহিষ্কার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. জয়নাল আবেদিনকে সাময়িকভাবে বহিষ্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ। সরকারি বালু লুটপাট করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ইউপি সদস্য জয়নাল আবেদিনের বিরুদ্ধে সরকারি বালু লুটপাটের অভিযোগ ওঠে। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তদন্ত পরিচালনা করা হয় এবং তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সাময়িক বহিষ্কৃত জয়নাল আবেদিন ইউপি সদস্য পদে থেকে জনস্বার্থবিরোধী কার্যকলাপে লিপ্ত হয়েছেন, যা একজন নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব ও মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, সাময়িক বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ব্যবস্থা নেবে বলেও জানা যায়।

এই সম্পর্কিত আরো