মৌলভীবাজার (১৫ সেপ্টেম্বর) সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা মহোদয়।
মৌলভীবাজার জেলার মধ্যে বড়লেখা থানা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা, পুরস্কার ভূষিত হন।
বিশেষ পুরস্কার এর পাশাপাশি নিজ নিজ সার্কেলে সন্তোষজনক কাজের জন্য বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাস বিশেষ পুরস্কার লাভ করেন।
কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব এবং পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
২০২৫ সালের আগস্ট মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানা এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা,পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ সকল থানা ও ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।