সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম দ্বি-পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজে ২০২৫ সালের নবীন বরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি নির্মল চন্দ্র বণিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান।
প্রভাষক সালেহ আহমদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জেসমিন বেগম, এডহক কমিটির অভিভাবক সদস্য জিহাদ আহমেদ, শিক্ষানুরাগী মিজানুর রহমান মির্জা, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শাহ মোঃ হেলাল, প্রভাষক কয়েছ আহমদ, মো. জাকারিয়া টিপু, ওয়াসিমুর রহমান, গুলজার আহমদ, রাতুল পুরকায়স্থ মো. রেদুয়ান আহমদ ও প্রভাষক মাকসুফা সুলতানা মুন্নি প্রমূখ।
বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বপ্নপূরণের পথে মনোযোগী হয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য দিকনির্দেশনা দেন।
নবীনদের আগমনে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। উচ্ছ্বসিত শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে। পাশাপাশি অভিভাবকদের সরব উপস্থিতি ছিলো চোখ পড়ার মতো।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণি শিক্ষার্থী জাকির আহমদ।