নিজের ইউনিয়নে মতবিনিময় সভায় অভূতপূর্ব সাড়া পেলেন সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী টাওয়ার হ্যামলেটস এর সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের ফরেন এফেয়ার্স এডভাইজর আ ম অহিদ আহমদ। শনিবার [১৩ সেপ্টেম্বর] রাতে গোলাপগঞ্জের ৩নং ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় পিতা আর বড়ো ভাইয়ের মতোই দলীয় নেতা কর্মীসহ সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। আর এমন ভালোবাসায় অভিভূত হয়ে বিএনপির এই নেতা বললেন দল আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হলে এই অঞ্চলের সকল উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবো-ইনশাআল্লাহ।
হেতিমগঞ্জ বাজারে তায়্যিবা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ই্উনিয়ন বিএনপির সভাপতি প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আতাউর রহমান আতা।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, জেলা বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমদাদুর রহমান স্বপন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বেলায়েত হোসেন বেলাল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, পৌর যুবদলের আব্দুল আজিজ মুন্না, শাহীন আহমদ, শাহনুর আহমদ, আব্দুস শহীদ, মিজান আহমদ, কামাল আহমদ, রাহেল আহমদ, রিপন আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইজ্জাদ আহমদ, সেক্রেটারি তাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দল নেতা তাহের আহমদ এনু, শানাই আহমদ, সাবেক মেম্বার আনা মিয়া, মতুক মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন শিপার আহমদ।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের ফরেন এফেয়ার্স এডভাইজর আ ম অহিদ আহমদ বলেন, পলাতক ফ্যাসিষ্ট শেখ হাসিনা দুঃশাসনের কারণে দেশের যেমন ক্ষতি হয়েছে তেমনি বিদেশেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। যা থেকে উত্তরণে ভবিষ্যতের কথা চিন্তা দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা যুগান্তকারী কর্মসূচি ঘোষণা করেছেন। তাই দেশের উন্নয়ন বিদেশে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেয়া ছাড়া কোনো বিকল্প নেই। আর জনগণ সেজন্য উন্মুখ হয়ে আছে।
তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হলে এই অঞ্চলের সকল উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাবো-ইনশাআল্লাহ।
মতবিনিময় সভা শেষে অহিদ আহমদ দলীয় নেতাকর্মীদের স্থানীয় বাজারে গণসংযোগ করেন এবং ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।