শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে জামায়াত আমির - যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই সেদিন তারেক রহমানের সঙ্গে মান্নার কী কথা হয়েছিল, জানালেন স্ত্রী তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি - যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে তাহিরপুর সীমান্তে ২৪টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার শান্ত-মুশফিক জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারাল রাজশাহী: বিপিএল নাজিব রাজাক দুর্নীতির আরেক মামলায় দোষী সাব্যস্ত আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান শীতের সবজিতে কাঁচাবাজারে স্বস্তি বিয়ে সুন্নত নাকি ফরজ?
advertisement
সিলেট বিভাগ

তিন মাসে তিন সভাপতি

সিলেট বিএনপিতে অস্থিরতা: সাংগঠনিক ভিত মজবুতে তোড়জোড়

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নেতৃত্ব সংকট, দ্বন্দ্ব আর হঠাৎ নেতৃত্ব পরিবর্তনের ঘূর্ণিপাকে অস্থির সময় পার করছে সিলেট মহানগর বিএনপি। মাত্র তিন মাসের ব্যবধানে সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে তিনবার। এর পাশাপাশি নানা গুঞ্জন, গুজব নিয়ে সংগঠনের ভেতরে-বাইরে বিরাজ করে অস্থিরতা। এসব পরিস্থিতির অবসান ঘটিয়ে জাতীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক ভিত মজবুত করতে তোড়জোড় শুরু হয়েছে।

বিএনপির সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার তিনবারের মেয়র জি কে গউছ বলেন, মহানগর বিএনপির অভ্যন্তরে যেসব সমস্যা ছিল, তা কেন্দ্রীয় নেতা জাহিদ হোসেনের উপস্থিতিতে সমাধান করা হয়েছে। বাকি বিষয়গুলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখবেন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন মোকাবিলায় সিলেট বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েই সাংগঠনিক প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। গত বছর মহানগর বিএনপির কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন নাসিম হোসেন। শুরুতে তিনি সক্রিয় থাকলেও ধীরে ধীরে সংগঠনের কাজে প্রায় অনুপস্থিত হয়ে পড়েন। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের নজরে এলে একপর্যায়ে তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর ভারপ্রাপ্ত সভাপতি হন মিফতাহ সিদ্দিকী। তবে তিনিও খুব অল্প সময়ের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে নানা সীমাবদ্ধতায় পড়েন। আগস্টে তাকে সরিয়ে নতুন করে সভাপতি পরিবর্তন হলে মহানগর বিএনপি আবারও আলোচনায় আসে। সবশেষ নভেম্বর ২০২৪-এ দায়িত্ব পান রেজাউল হাসান কয়েস লোদী। দায়িত্ব নিয়েই তিনি ঘোষণা দেন, সংগঠনের নেতৃত্বে স্থায়ী কাঠামো দাঁড় করানোই হবে তার মূল কাজ। এরপর থেকে মহানগর বিএনপি তৃণমূল পর্যায়ে কাউন্সিল ও সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেয়।

দলীয় সূত্র জানায়, মহানগরের ৪২ ওয়ার্ড কমিটির মধ্যে ২৭টি ওয়ার্ডে কমিটি রয়েছে। বাকি ১৫টি ওয়ার্ডে কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৯টি ওয়ার্ডে কাউন্সিল হবে শিগগিরই। প্রতিটি ওয়ার্ডে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। পরে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পাশাপাশি মহানগরের ছয়টি থানার আহ্বায়ক কমিটি করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার প্রস্তুতি চলছে।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, এখন আর কাউকে নেতৃত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে না, বরং ভোটের মাধ্যমে তৃণমূল নিজেই নেতৃত্ব বেছে নিচ্ছে। এতে প্রতিযোগিতা তৈরি হচ্ছে, যোগ্য নেতারা উঠে আসছেন এবং সংগঠন শক্তিশালী হচ্ছে।

এদিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর মোবাইলে আওয়ামী লীগের সাবেক মেয়র পলাতক আনোয়ারুজ্জামান চৌধুরীর কল করা নিয়ে সমালোচনা শুরু হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীর এক সভায় চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর প্রকাশ্য বাগবিতণ্ডা নিয়ে ক্ষোভ ছড়ায়। এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপি তদন্ত কমিটি গঠন করে এবং বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কাজে মনোযোগী হওয়ার নির্দেশনা দেয়। দলের দায়িত্বশীল নেতারা মনে করছেন, এসব ঘটনা সাময়িক অস্বস্তি তৈরি করলেও এখন সবার লক্ষ্য সাংগঠনিক ঐক্য ও শক্তি ফিরিয়ে আনা।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ওয়ার্ড কমিটির কাজ দ্রুত এগিয়ে চলেছে। তৃণমূলের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। কমিটি হয়ে গেলেই সিলেট বিএনপির সাংগঠনিক ভিত আরও শক্তিশালী হবে। এদিকে কেন্দ্রীয় নেতাদের চোখে সিলেট বিএনপি দেশের অন্যতম প্রভাবশালী ইউনিট। এখানে যদি ঐক্য বজায় রাখা যায় তবে জাতীয় পর্যায়েও তার ইতিবাচক প্রভাব পড়বে। গত জুন মাসের কেন্দ্রীয় বৈঠকে সিলেট মহানগরের দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে এখন ওয়ার্ড ও থানা পর্যায়ে সম্মেলন এবং কমিটি গঠনের কাজ জোরদার করা হয়েছে। 

এই সম্পর্কিত আরো

শিবিরের কেন্দ্রীয় সম্মেলনে জামায়াত আমির যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই

সেদিন তারেক রহমানের সঙ্গে মান্নার কী কথা হয়েছিল, জানালেন স্ত্রী

তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের ১০ ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

গুলিস্তানের খদ্দর মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

তাহিরপুর সীমান্তে ২৪টি শক্তিশালী বিস্ফোরক উদ্ধার

শান্ত-মুশফিক জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটকে হারাল রাজশাহী: বিপিএল

নাজিব রাজাক দুর্নীতির আরেক মামলায় দোষী সাব্যস্ত

আবারও তেলবাহী ট্যাংকার জব্দ করেছে ইরান

শীতের সবজিতে কাঁচাবাজারে স্বস্তি

বিয়ে সুন্নত নাকি ফরজ?