শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে জামায়াত আমির - নির্বাচনে আ. লীগকে যুক্ত করার প্রশ্নই আসে না কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি নেতৃত্বে  আবুল ও সোহরাব কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান জাসদ কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হান্নান সিলেটে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১ কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হেডফোনের নেশা: সিলেটে তরুণদের শ্রবণশক্তি ঝুঁকিতে দিরাই-শাল্লায় বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা, তাকিয়ে আছে তৃণমূল নির্ধারিত স্থানে সুবিপ্রবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ যুক্তরাজ্য প্রবাসীরা ফেব্রুয়ারিতে নির্বাচন: ইসির প্রস্তুতি কতদূর
advertisement
সিলেট বিভাগ

সংখ্যালঘু বলে কিছু নেই আমরা সবাই বাংলাদেশি-ইলিয়াস পত্নী লুনা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা বলেছেন , গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙচুরের ঘটনা ঘটলেও ওসমানীনগর ও বিশ্বনাথে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। বিএনপি নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্থানীয় মন্দিরগুলো পাহারা দিয়েছেন। “ইনশাআল্লাহ, আগামী দুর্গাপূজায়ও কোনো সমস্যা হবে না। যদি কোথাও কিছু ঘটে, আমাদের জানাবেন, আমরা সহযোগিতা করব।


শনিবার সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে স্থানীয় সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, অনেকে নিজেদের সংখ্যালঘু মনে করেন। কিন্তু আমি মনে করি, সংখ্যালঘু বলে কিছু নেই। আমাদের সবার পরিচয় বাংলাদেশি। ধর্ম পালনের বিষয়টি ব্যক্তিগত স্বাধীনতা। আমরা বলতে চাই না ‘ধর্ম যার যার উৎসব সবার’; বরং বলতে চাই ‘ধর্ম যার যার, উৎসব তার তার’। আমি আমার ধর্ম পালন করব, আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। এটাই প্রকৃত ধর্মীয় সহাবস্থান।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সত্যেন্দ্র কুমার পাল কানুর সভাপতিত্বে ও বর্তমান  সাধারণ সম্পাদক শংকর সেন এবং উপজেলা যুবদল নেতা রজত দাশের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঈনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ,যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ চৌধুরী,  সাবেক সাধারণ সম্পাদক ও গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ইউপি সদস্য চামেলী রানী,সনাতন সংঘের কোষাধক্ষ্য কাঞ্চন কুমার দেব, সদস্য মিহির দেবনাথ নিখিল,বিধান চন্দ্র দেব,সজল দেব,অংসু দেব,শাওন পাল, কেন্দ্রীয় কালি মন্দির পূজা পরিষদের সভাপতি কাজল দাশ,সাধারণ সম্পাদক নান্টু দেব,কোষাধ্যক্ষ আতুষ দাশ বানু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অশোক দেব প্রমুখ।

এছাড়া বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুব্রত দেব, নেপুর গুন, নয়ন সূত্রধর, নিতাই দেবনাথ, মিঠুন দেবনাথ, নারায়ণ পাল ভৌমিক, বিজেন্দ্র দেব বিজু, সঞ্জীব ব্যানার্জি, উত্তম দেবনাথসহ আরও অনেকে।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গোয়ালাবাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেব ও শিক্ষিকা জয়ন্তী রানী দেব নাথ।

সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

সিলেটে জামায়াত আমির নির্বাচনে আ. লীগকে যুক্ত করার প্রশ্নই আসে না

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি নেতৃত্বে  আবুল ও সোহরাব

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

জাসদ কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হান্নান

সিলেটে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১

কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

হেডফোনের নেশা: সিলেটে তরুণদের শ্রবণশক্তি ঝুঁকিতে

দিরাই-শাল্লায় বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা, তাকিয়ে আছে তৃণমূল

নির্ধারিত স্থানে সুবিপ্রবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ যুক্তরাজ্য প্রবাসীরা

ফেব্রুয়ারিতে নির্বাচন: ইসির প্রস্তুতি কতদূর