শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটে জামায়াত আমির - নির্বাচনে আ. লীগকে যুক্ত করার প্রশ্নই আসে না কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি নেতৃত্বে  আবুল ও সোহরাব কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান জাসদ কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হান্নান সিলেটে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১ কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হেডফোনের নেশা: সিলেটে তরুণদের শ্রবণশক্তি ঝুঁকিতে দিরাই-শাল্লায় বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা, তাকিয়ে আছে তৃণমূল নির্ধারিত স্থানে সুবিপ্রবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ যুক্তরাজ্য প্রবাসীরা ফেব্রুয়ারিতে নির্বাচন: ইসির প্রস্তুতি কতদূর
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার সূচনা পরিষদের যুগপূর্তি অনুষ্ঠান ও স্বজন আড্ডা অনুষ্টিত

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সাহিত্যধর্মী সামাজিক সংগঠন বিয়ানীবাজার সূচনা পরিষদের যুগপূর্তি অনুষ্ঠান ও স্বজন আড্ডা। ২০১৩ সালের ৪ মার্চ প্রতিষ্ঠিত এ সংগঠনের এক যুগপূর্তি উপলক্ষে শনিবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভার আয়োজন করা হয়। 

লন্ডনে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার দুই বছর পর সুস্থ হয়ে দেশে ফিরে আসায় অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক আলতাফ হোসেন চৌধুরীকে সংবর্ধিত করা হয়। এসময় শিক্ষা, সমাজসেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন বিশিষ্টজনকে সম্মাননা স্মারক প্রদান করে সংগঠনটি।

পরিষদের আহবায়ক আলতাফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. তারিকুল ইসলাম। 

পরিষদের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আহমদ রেজা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, মোল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. এ মান্নান, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, দুবাগ স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ রবীন্দ্রনাথ নন্দী, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তোফাযেল আহমদ,  বিয়ানীবাজার রিপোটার্স ইউনিটির সহ সভাপতি আব্দুল হামিদ, সমাজসেবক আলিম উদ্দিন ও ফখরুল ইসলাম চৌধুরী, বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক মাহফুজা খানম, গীতিকার আহমদ হোসেন খান এবং সমাজকর্মী জহিরুল ইসলাম ও আব্দুল আলিম।

সভায় অতিথিরা সংগঠনের ভূয়সী প্রশংসা করে বলেন, তরুণ সমাজকে সাহিত্য-সংস্কৃতির চর্চার মাধ্যমে আলোকিত পথে পরিচালিত করতে সূচনা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও সংগঠনটি সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।.....

আহবায়ক আলতাফ হোসেন চৌধুরী আবেগাপ্লুত হয়ে বলেন, দুর্ঘটনার পর দীর্ঘ চিকিৎসা ও সংগ্রামের সময়ে প্রবাস ও দেশের মানুষের দোয়া-ভালোবাসাই আমাকে বাঁচিয়ে তুলেছে। আজ আপনাদের মাঝে ফিরে এসে আমি গর্বিত ও আনন্দিত।.....

পরিষদের যুগ্ম আহবায়ক শফিউর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে এক যুগপূর্তিতে সংগঠনের কার্যক্রম তুলে ধরে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য যুগ্ম সচিব রেজওয়ানা সাদিয়া ও জুলফা ছিদ্দিকা এবং সিনিয়র সদস্য বুশরা বেগম।

অনুষ্ঠানের শেষে বিয়ানীবাজার সূচনা পরিষদের যুগপূর্তিতে নিরসলভাবে কাজ করে সংগঠনের কার্যক্রম বেগবান করার জন্য পরিষদের সদস্যদের হাতে সংগঠক পদক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব রেজওয়ানা সাদিয়া ও জুলফা ছিদ্দিকা, সিনিয়র সদস্য ফারুক মো. ইমরান, মো. তাম্বীর হোসেন সুলেমান, সাদিক হোসেন রিফাত, মো. আব্দুস সামাদ চৌধুরী, কাশিম উদ্দিন, মোকাব্বির হোসেন, আব্দুল্লাহ আল মাহফুজ, আব্দুর রহমান আল মাহবুব, শাহান আহমদ তামিম, সালমান আহমদ রাফি, রমজানা চৌধুরী, বুশরা বেগম, রাহেনা বেগম, তাহেরা তিন্নি, সাহিদা আক্তার সাহী, শাহেনা আক্তার তানিয়া, তাহমিদা আক্তার, রুমা বেগম, সুমাইয়া আক্তার সাথী, সদস্য আব্দুল ওয়াহিদ, সজিব আহমদ ও সামিরা জান্নাত সহ আরো অনেকে।

এই সম্পর্কিত আরো

সিলেটে জামায়াত আমির নির্বাচনে আ. লীগকে যুক্ত করার প্রশ্নই আসে না

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি নেতৃত্বে  আবুল ও সোহরাব

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

জাসদ কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হান্নান

সিলেটে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১

কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

হেডফোনের নেশা: সিলেটে তরুণদের শ্রবণশক্তি ঝুঁকিতে

দিরাই-শাল্লায় বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা, তাকিয়ে আছে তৃণমূল

নির্ধারিত স্থানে সুবিপ্রবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ যুক্তরাজ্য প্রবাসীরা

ফেব্রুয়ারিতে নির্বাচন: ইসির প্রস্তুতি কতদূর