সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার পশ্চিম পাগলা ইউনিয়ন শাখার ১নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যােগে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭.০০ ঘটিকায শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলার ইনাতনগর গ্রামে উক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়।
পশ্চিম পাগলা ইউপি জামাত নেতা পল্লী চিকিৎসক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও পশ্চিম পাগলা ইউপি জামায়াতের বায়তুল মাল সম্পাদক অলিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ -৩ (জগন্নাথপুর -শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমীর হাফিজ আবু খালেদ, সেক্রেটারি মাস্টার দিলওয়ার হোসেন,
পশ্চিম পাগলা ইউপি জামায়াতের সভাপতি কাজী নুরুল হক, পূর্ব পাগলা ইউপি জামাতের সেক্রেটারি শিব্বির আহমদ, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক উবায়দুল হক রাহাত।
আরও বক্তব্য রাখেন দলিল লিখক আনর আলী, জামায়াতে ইসলামী পশ্চিম পাগলা ইউপি শাখার সহ-সভাপতি মো. জাবির আহমদ, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, শিক্ষা ও স্বাস্থ্য সম্পাদক তাহমিদ আহমেদ, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম হাবিব সায়েম।
এসময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী জয়কলস ইউনিয়ন শাখার সভাপতি মো. তাজুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা শাখার শ্রমিক কল্যাণ সেক্রেটারী মামুন আহমেদ ও সাবেক ইউপি মেম্বার মঈনুদ্দিন প্রমূখ।
এরপর রাত সাড়ে ৮.০০ টার দিকে পশ্চিম পাগলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী পশ্চিম পাগলা ইউনিয়ন শাখার সভাপতি কাজী নুরুল হকের বাড়িতে এক ওয়ার্ড সভায় অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ।
এর আগে পূর্ব পাগলা ইউনিয়নের মনবেগ, আলমপুর, মাহমদপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ড সভায় অংশগ্রহণ করেন প্রধান অতিথি এডভোকেট ইয়াসীন খান।