সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর -শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ইয়াসীন খানের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার(১২ সেপ্টেম্বর) দুপুরে শান্তিগঞ্জ বাজারে উপজেলা জামায়াত ও তার অঙ্গ সংগঠনের উদ্যােগে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা উলামা মাশায়েখ এর সভাপতি মাওলানা আশরাফ আলী, জামায়াত ইসলামী জয়কলস ইউনিয়ন শাখার সভাপতি মো. তাজুল ইসলাম, সহ-সভাপতি ফারুক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা শাখার শ্রমিক কল্যাণ সেক্রেটারী মামুন আহমেদ, জামায়াত ইসলামী জয়কলস ইউনিয়ন শাখার বায়তুলমাল সম্পাদক মো. জাকারিয়া ও উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আফসার আহমদ প্রমূখ।