মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং প্রাথমিক ও জরুরী রোগীদের নানান ভোগান্তিসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সামাজিক সংগঠন ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন হয়।
স্থানীয় প্রাইভেট চিকিৎসক ডা.এস.কে. নাহিদ এর সভাপতিত্বে ও তারেকুল ইসলাম পাটোয়ারির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সমাজ সেবক মো. সোলায়মান উদ্দিন, আব্দুস সালাম খোকন, তুহেল আহমেদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট দূর করতে এবং রোগীদেরকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সকল অব্যবস্থাপনা দূর করার জোরালো দাবি জানান।