আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্র ও ভোটারের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা অনুসারে সিলেটের ছয়টি আসনে ভোটার বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৭০ জন। তারমধ্যে পুরুষ ৭০ হাজার ৭২ জন ও নারী ৫৯ হাজার ৯৬১ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে আরও ৫জন।
তবে ভোটার বাড়লেও কমেছে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা। খসড়া তালিকায় ভোটগ্রহণ কক্ষের সংখ্যা রয়েছে ৫ হাজার ৬৪৫টি। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা ছিল ৬ হাজার ৬টি। সেই হিসেবে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা কমেছে ৩৬১টি। অবশ্য ভোটকেন্দ্রের সংখ্যা আগের মতোই ১ হাজার ১৩টি রয়েছে।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত খসড়া ভোটকেন্দ্র ও ভোটার তালিকা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
খসড়া তালিকা অনুসারে বর্তমানে সিলেটের ৬টি আসনে মোট ভোটার রয়েছেন ২৮ লাখ ৭০ হাজার ৮০১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬২ হাজার ৪৭৭ জন ও নারী ভোটার ১৩ লাখ ৮২ হাজার ৮৮৭। তাছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৫ জন।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, সিলেট-১ আসনে (সিটি করপোরেশন ও সদর) ভোটার বেড়েছে ৪০ হাজার ১৫০জন। বর্তমানে এই আসনে মোট ভোটার রয়েছেন ৬ লাখ ৭৪ হাজার ১৭১জন। এরমধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৫১৯ জন ও নারী ভোটার ৩ লাখ ২৪ হাজার ৬৩৯জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ১৩জন। এর আগে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিল ৬ লাখ ৩৪ হাজার ২১ জন।
সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) ভোটার বেড়েছে ২০ হাজার ৭জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিল ৩ লাখ ৪৪ হাজার ৭২৯ জন। বর্তমানে এই আসনে মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৬৪ হাজার ৭৯৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ১৮৭ জন ও নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৬১২জন। এই আসনে কোনো তৃতীয় লিঙ্গের ভোটার নেই।
সিলেট-৩ (দক্ষিনসুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ৩ লাখ ৮৬ হাজার ৪১২ জন। খসড়া ভোটার তালিকা অনুসারে বর্তমানে এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ২৯ হাজার ৭৭৪ জন। সেই হিসেবে ভোটার বেড়েছে ৪৩ হাজার ৩৬২ জন। এবার মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৩৪ জন ও নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ৫১৩জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১জন।
সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে ভোটার বেড়েছে ২৭ হাজার ৫৩১ জন। বর্তমানে এই আসনে মোট ভোটার রয়েছেন ৫ লাখ ২ হাজার ৬৫২জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬১ হাজার ৬২ জন ও নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ৫৮৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ১জন। এর আগে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৭৫ হাজার ১২১ জন।
সবচেয়ে কম সংখ্যক ভোটার বেড়েছে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে। এই আসনে ভোটার বেড়েছে ৭ হাজার ৬৫৭জন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ৪ লাখ ২ হাজার ২৯৯ জন। হালনাগাদ করার পর খসড়া ভোটার তালিকা অনুসারে বর্তমানে এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৯ হাজার ৯৫৬ জন। মোট ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৬৬৭ জন ও নারী ভোটার ১ লাখ ৯৮ হাজার ২৮৯ জন। এই আসনে তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই।
তাছাড়া সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) ভোটার বেড়েছে ১৬ হাজার ৭০০জন। খসড়া ভোটার তালিকার প্রাপ্ত তথ্যমতে বর্তমানে এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৪৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ২০৮ জন ও নারী ভোটার ২ লাখ ৪১ হাজার ২৪১ জন। এই আসনেও তৃতীয় লিঙ্গের কোনো ভোটার নেই। এর আগে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৭২ হাজার ৭৪৯ জন।
এদিকে, ভোটার বাড়লেও সিলেটের ৬ সংসদীয় আসনে কমেছে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬ আসনে স্থায়ী ও অস্থায়ী ভোটগ্রহণ কক্ষের সংখ্যা ছিল ৬ হাজার ৬টি। খসড়া ভোটার তালিকায় ভোটগ্রহণ কক্ষের সংখ্যা রয়েছে ৫ হাজার ৬৪৫টি। সেই হিসেবে ভোটগ্রহণ কক্ষের সংখ্যা কমেছে ৩৬১টি। অবশ্য কেন্দ্র সংখ্যা আগের মতোই রয়েছে। সিলেটের ৬টি আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ১৩টি।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকার বিষয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার যে কেউ আপত্তি বা দাবি জানাতে পারবেন। এরপর এটি নিয়ে শুনানি হবে। শুনানির পরে অক্টোবর মাসের শেষ সপ্তাহে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।