বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা

সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতজন ব্যবসায়ীর কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে বাসিয়া সেতু ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা সদরের বাসিয়া সেতুর উপর ও ফুটপাতে থাকা দোকানপাট উচ্ছেদ করে পিকআপ ভ্যানে করে উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় বলেন, “অবৈধভাবে সেতু ও ফুটপাত দখল করায় সাতজনকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসাধারণের চলাচল বিঘ্নিত হয়—এমন কোনো স্থানে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে না। ভবিষ্যতেও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাসিয়া সেতু ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলবে।”

 

এ সময় বিশ্বনাথ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো