সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক দলের কার্যক্রমকে আরো গতিশীল ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষে ৩১ সদস্যবিশিষ্ট উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গত ০৮ সেপ্টেম্বর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
পত্রে উল্লেখ করা হয়, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত নিম্নোক্ত কমিটি অনুমোদ কার্যকর থাকবে।
নবগঠিত কমিটিতে আব্দুস সোবহানকে প্রধান সমন্বয়কারী ও মো. হুমায়ুন কবির,মো. শফিকুল ইসলাম,জসিম উদ্দিন, মো. ইয়াকুব আলী, জামাল উদ্দিন, আহসান হাবীব হাসান, মো. সাব্বির আহমদ, মো. ইমরান হোসেন, মো. সাদেকুর রহমানকে যুগ্ম সমন্বয়কারী মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট দোয়ারাবাজার উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ইমাম উদ্দিন, রফিকুল ইসলাম, হোসাইন আহমদ, নুরুজ্জামান, হারুনুর রশিদ, মো.আব্দুল হান্নান, মো. রফিক।