বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ নারী-পুরুষ আটক

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ৬ জনকে আটক করেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নগরীর ‘তালহা গেস্ট হাউজ’ এবং ‘সিলেট রেস্ট হাউজ’ নামক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাত আনুমানিক ১১টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন ‘তালহা গেস্ট হাউজ’ এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। সেখান থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আলাউদ্দিন (৫০), রেজাউল করিম নোমান (২০) এবং ইয়াসমিন বেগম (২৫) নামে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা করা হয়েছে।

একই রাতে আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন ‘সিলেট রেস্ট হাউজ’ আবাসিক হোটেলে আরেকটি অভিযান চালানো হয়। এই অভিযান থেকে ইভা রহমান নুপুর (২২), জোবাইদা ইসলাম জুই (২৪) এবং হৃদয় আহমেদ (২৫) নামে আরও তিনজনকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা রুজু করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের এই পৃথক অভিযানে মোট ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নগরীতে অসামাজিক কার্যকলাপ রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই সম্পর্কিত আরো