মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে বসতবাড়ির জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী কাঁচা বাজারে বসতবাড়ির জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪.০০ ঘটিকার দিকে নোয়াখালী কাঁচা বাজারে সদর উদ্দিনের ফার্মেসির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়, একই এলাকার মৃত হরমুজ আলীর ছেলে কাচু মিয়া(৬০), এবং অপর পক্ষ মৃত আব্দুল বারীর ছেলে আলাউদ্দিন (৬০) তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি দখল নিয়ে বিরোধ চলছিল এবং তারেই জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত কাচু মিয়াকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া সাধারণ আহত ১ম পক্ষের হারুন মিয়া (৫০), পিতা মৃত আফতাব উদ্দিন এবং মনসুর আলী (২০), পিতা মৃত আব্দুল লতিফকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে ২য় পক্ষের ইলিয়াস (৩২), পিতা আলাউদ্দিনকেও সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আজ তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সম্পর্কিত আরো