জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- দেশের মোট জনগোষ্ঠীর এক বিশাল অংশ হচ্ছে শ্রমজীবি মানুষ। শ্রমিকদের ঘামে দেশের অর্থনীতির চাকা সচল হয়। দিনশেষে তারাই সবচেয়ে বেশী লাঞ্চিত ও বঞ্চিত। কারণ দেশের শ্রমিকরা দ্বিধাবিভক্ত। তাই তারা প্রতিনিয়ত অধিকার বঞ্চিত হচ্ছে। বিশেষ করে পরিবহন সেক্টরের শ্রমিক ভাইয়েরা চাঁদাবাজীর যন্ত্রণায় অতিষ্ঠ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সন্ত্রাস ও চাঁদাবাজি কোনভাবেই মেনে নেয়া যায়না। শ্রমিক ভাইয়েরা ঐক্যবদ্ধ থাকলে চাঁদাবাজদের রুখে দেয়া সম্ভব।
তিনি বলেন, জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে। যে দেশে আমলা থেকে শুরু করে সাধারণ শ্রমিক সকলেই তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা পাবে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ছাড়া শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে শ্রমিক ভাইদেরকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আগামী বাংলাদেশে ঘুষ-দুর্নীতি, সন্ত্রাসী ও চাঁদাবাজী বরদাশত করা হবেনা। আমরা নির্বাচিত হলে এসব অন্যায় অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো।
তিনি রোববার (৭ সেপ্টেম্বর) রাতে নগরীর কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতাধিন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত শ্রমিক জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সহ সভাপতি ও পরিবহন শাখার সভাপতি এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং মহানগর পরিবহন শাখার সেক্রেটারী আবু কাওছার কয়েসের পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক ও জনশক্তি সমাবেশ বিপুল পরিমাণ শ্রমজীবী মানুষ অংশ নেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু এবং ফেডারেশনের মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৯নং ওয়ার্ড সভাপতি রুহুল আমীন জগলু, ট্রাক শ্রমিক কল্যাণের ট্রাক ইউনিয়ন শাখার মহানগর সভাপতি আব্দুর রব, শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় বাস টার্মিনাল শাখা সেক্রেটারী আয়ুবুর রহমান, কেন্দ্রীয় বাস টার্মিনাল ওয়ার্ডের উপদেষ্টা শামসুল হক মানিক, ফেডারেশনের মহানগর সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত হোসেন জিম্মাদার ও পরিবহন মহানগর পশ্চিমাঞ্চল শাখা সভাপতি মাসুদ আহমদ প্রমূখ।