রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে সেনাবাহিনীর অভিযানে ৫ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের জৈন্তাপুরে ভারতীয় চোরাচালান বিরোধী যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী।


শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ২৭ বীর হরিপুর গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

সেনা সূত্র জানায়, জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের উমনপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়।
 

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ৮১ কেজি ভারতীয় জিরা (আনুমানিক মূল্য ৪ লাখ ৮৬ হাজার টাকা), ২৮০ কেজি দারুচিনি (মূল্য ৭০ হাজার টাকা) ও ৫০ কেজি গুড়ো দুধ (মূল্য ২০ হাজার টাকা)। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা।
 

হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সিলেট ব্যাটালিয়ন ( ৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হবে। এর পাশাপাশি স্থানীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান রোধে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো