রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজার পৌর শহর থেকে ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

বিয়ানীবাজার পৌর শহর থেকে ব্যবসায়ী আতিক উদ্দিনের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ বিয়ানীবাজার মেইন রোডের মোকাম মসজিদ সংলগ্ন আয়েশা ম্যানশনের সামনে থেকে এ মোটরসাইকেলটি চুরি হয়।

ভুক্তভোগী আতিক উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে তিনি আয়েশা ম্যানশনের খালি জায়গায় তার মোটরসাইকেলটি পার্ক করে মার্কেটের দ্বিতীয় তলায় নিজস্ব কাপড়ের দোকান জেন্স গ্যালারীতে যান। মাত্র ১০ মিনিট পর নিচে নেমে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই।

চুরি হওয়া মোটরসাইকেলটি মেট রংয়ের পালসার-১৫০। এর বিস্তারিত তথ্য:
চ্যাসিস নং: PSUA11CY4LTE38073
ইঞ্জিন নং: DHYCKJ99256

এ ঘটনায় আতিক উদ্দিন বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এদিকে মোটরসাইকেলের সন্ধান পেতে সহযোগিতাকারীকে পুরস্কৃত করা হবে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরো