সাবেক অর্থমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বরেণ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (৫ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করেছে সিলেট জেলা বিএনপি।
এ উপলক্ষে দুপুর ১২টায় মৌলভীবাজারে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ। পরে বাদ মাগরিব সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণস্থ জামে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। এ ছাড়া বিকেলে মৌলভীবাজারের একটি অডিটোরিয়ামে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে আলোচনা সভায় অংশগ্রহণ করেন নেতৃবৃন্দ।
কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, আবুল কাশেম, অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির শমছু ও আবুল হাসনাত, ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নাজিম উদ্দিন, সহ-যুব বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, সদস্য আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, সাদিকুর রহমান টিপুসহ অনেকে।
এছাড়া নুরুল আমিন দুলু, মাওলানা নুরুল হক, তারেক আহমদ, সিরাজুল ইসলাম, শফিকুর রহমান, জহির হুসেন, পাবেল রহমান, আরিফ চৌধুরী, মো. শাহিন আহমদ, দিনার আহমদ শাহ, কামাল আহমেদ, রায়হানুল হক, রিয়াদ আহমদ, ডালিম আহমেদ, রাজু আহমেদ, জাহিদ হাসান দিপন, ইউসুফ আলী, গিয়াস উদ্দিন, কছরুজামান কছরুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।