সিলেট নগরীতে ট্রাক, মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ফাহাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১টার দিকে বিমানবন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ এসএমপি'র শাহপরান থানার বাহুবল আবাসিক এলাকার বাসিন্দা আব্দুল হকের ছেলে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ট্রাক (ঢাকা মেট্রো-চ ১৫-৩৯৬১) বিমানবন্দরের দিকে যাচ্ছিল। একই সময়ে দুটি মোটরসাইকেলে কয়েকজন যুবক আম্বরখানার দিকে যাচ্ছিলেন। এসময় মালনীছড়া এলাকায় ট্রাকটির সঙ্গে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে ফাহাদ ঘটনাস্থলেই মারা যান। আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।