শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেট নগরের ফুটপাত ও সড়ক ২৪ ঘন্টা দখলমুক্ত রাখার দাবি

ভ্রাম্যমান ব্যবসায়ীদের উচ্ছেদ করে সিলেট নগরের ফুটপাত ও সড়ক ২৪ ঘন্টা দখলমুক্ত করার দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন।

শুত্রবার সন্ধ্যায় সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সভা থেকে এ দাবি জানানো হয়।

সভায় সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে আগামী ১০ সেপ্টেম্বর বুধবার সিলেট সিটি কর্পোরেশনের দুইটি প্রবেশ মুখে ৩ ঘন্টার অবস্থান কর্মসূচী সফলে উপস্থিত সদস্যদের মতামতের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয় ও প্রতিটি কর্মসূচী সিলেট কল্যাণ সংস্থার মহানগরীর উত্তর জল্লারপারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

তন্মধ্যে আগামী ৭ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪.০০ ঘটিকায় নারী নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা ও সন্ধ্যা ৭.০০ ঘটিকায় ব্যবসায়ী নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা, আগামী ৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৬.৪৫ ঘটিকায় সংগঠন গুলোর নেতৃবৃন্দদের নিয়ে ১ ঘন্টার বিশেষ প্রস্তুতি সভা এবং রাত ৯.০০ ঘটিকায় মহানগরীর ইমামদের জেলা ও মহানগর নেতৃবৃন্দ ও বিভিন্ন জামে মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভা, আগামী ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট মহানগরীর ৪২টি ওয়ার্ডে লিফলেট বিতরণ ও সদস্যদের নিজস্ব ফেইসবুক আইডি থেকে ১০ সেপ্টেম্বর বুধবারের ৩ ঘন্টার অবস্থান কর্মসূচীর আহবান জানিয়ে লাইভ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, সিলেট মহানগরীতে বসবাসরত নাগরিক সহ প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ও বাংলাদেশী প্রবাসীরা সিলেট ভ্রমণে আসেন। সবাই প্রথমেই নগরীতে আসেন। এসেই পড়েন বিপাকে। ফুটপাতে হাঁটার জায়গা নেই ও রাস্তায় যানবাহন নিয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই মনে করেন সিলেটের কোনো অভিভাবক নেই! এই চরম ভোগান্তি থেকে আমরা নগরবাসী রক্ষা পেতে চাই। ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আন্তরিক প্রচেষ্টাই যথেষ্ট। আমরা মনেকরি কয়েকশ দখলবাজদের কাছে নগরীর প্রায় ৩০ লক্ষ জনসাধারণ জিম্মি থাকতে পারে না। এদের জিম্মি দশা থেকে সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে হবে। অন্যথায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার জন্য তীব্র আন্দোলন করা তুলা হবে। নাগরিকদের ন্যায্য অধিকার সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা ২৪ ঘন্টা দখলমুক্ত রাখতে হবে।
 
সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুম মিয়াজীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। ২৫তম সাপ্তাহিক সভা ও ১০ সেপ্টেম্বর বুধবার ৩ ঘন্টার অবস্থান কর্মসূচী সফলে বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিকস'র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হুসাইন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক বিজিত চন্দ, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সহিদ চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, ধর্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সদস্য মোঃ জুয়েল মিয়া, সিলেট জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ধর্ম সম্পাদক মোঃ শুয়াইব আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুহেল মিয়া খান, সিলেট প্রেমী সচেতন যুব নেতৃবৃন্দদের মধ্য থেকে আশরাফুল ইসলাম, মোঃ রমজান আহমদ শাকিল, মোঃ আতা এলাহী, কবি মকসুদ আহমদ লাল, আব্দুল ছামাদ আজাদ, নীলমনি কান্ত চন্দ, শ্রী স্বপন চন্দ ও  এড. মোঃ কামাল মিয়া।

এই সম্পর্কিত আরো