শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলার তেঘরী কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কার্যকরী কমিটির,  ৮ ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, পূজা উদ্যোক্তা এবং সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যাতে সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সকলকে আন্তরিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বক্তারা পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

সভায় আসন্ন দুর্গাপূজা উদযাপনকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোর সাজসজ্জা, নিরাপত্তা, বিদ্যুৎ সংযোগ, আলোকসজ্জা ও শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সম্পর্কিত আরো