জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে ৪৮ বিজিবির টহল দল।
আটককৃতরা হলেন, চাঁদপুর জেলার মোঃ সোহেল রানা, (৩৪), ময়মনসিংহ জেলার মোঃ আল আমিন (২৫), নারায়ণগঞ্জ জেলার মোঃ সাগর (৩৩), মাদারীপুর জেলার মোছা হলকি বেগম (৩৭), ফরিদপুর জেলার মিতু আক্তার (৩২)।
আটককৃতদের শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।
এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার খবর পেয়ে রাত ১১টায় উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় অভিযান চালায় বিজিবি।
এ সময় বিজিবি সদস্যরা শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় সীমান্তবর্তী রাংপানি নদীর সন্নিকটে সীমান্ত পিলার ১২৮০/১ এস মেইন পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৫ জন নারী পুরুষকে ভারতে অনুপ্রবেশ চেষ্টা কালে আটক করে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, গোপন সংবাদের সূত্রে অভিযান পরিচালিত করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে।