সাবেক সফল অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম এম. সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ৫ সেপ্টেম্বর (শুক্রবার)। এ উপলক্ষে সিলেট মহানগর বিএনপি বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার বেলা ১১টায় মৌলভীবাজারে মরহুম নেতার কবর জিয়ারত করা হবে। এরপর বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে মরহুম এম. সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী এক যুক্ত বিবৃতিতে কর্মসূচিতে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।