মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মায়ের সাথে অভিমান করে শিশুর আত্মহনন

সিলেটে নগরীর সুবিধবাজারে মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন দশ বছরের শিশু সামিউল। 

ঘটনাটি বুধবার (৩ সেপ্টেম্বর) সকালের নগরীর সুবিদবাজারের পিটিআই ট্রেনিং সেন্টারের বিপরীত গলির দোয়েল ৩/৪নং বাসায় ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে সামিউলকে তার মা বকাঝকা করেছিলেন।  এতে সে অভিমান নিয়ে বাথরুমে প্রবেশ করে। কিছুক্ষণ পর মা তাকে খুঁজতে থাকেন। পরবর্তীতে বাথরুমে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
 
তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
 
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জিয়াউল হক বলেন, সামিউলের লাশ এখনো ওসমানীর মর্গে রাখা আছে। এ ব্যাপারে কোনো অভিযোগ এখনো দায়ের হয়নি।

এই সম্পর্কিত আরো