বিয়ানীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। তিনি বলেন, বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী ও নজরুল ইসলাম খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা বাবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদ আহমদ তালুকদার, আতাউর রহমান আতা ও হারুনর রশীদ, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান সাইফসহ আরও অনেকে।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও অবদান তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।