পাথরকাণ্ডে এবার প্রত্যাহার হচ্ছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সিলেট জেলা পুলিশে কর্মরত ইন্সপেক্টর তরিকুল ইসলাম। শিগগিরই তিনি গোয়াইনঘাট পুলিশ স্টেশনে যোগদান করবেন।এমন তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা।
তিনি রোববার রাতে বলেন, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদকে প্রত্যাহার করে তাঁরস্থলে সেখানে তরিকুল ইসলামকে পদায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে পাথরকাণ্ডে আলোচিত আরেক পুলিশ কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকেও বদলি করা হয়। ওই থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয় ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর রতন শেখকে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পাথর লুটকাণ্ডে আলোচিত কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় কর্মরত ১১ জন উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শককে (এএসআই) বদলি করা হয়। এরমধ্যে কোম্পানীগঞ্জ থানার তিনজন এসআই ও একজন এএসআই এবং গোয়াইনঘাট থানার চারজন এসআই ও তিনজন এএসআই রয়েছেন।