সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

আহ্বায়ক আলতাফকে স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগত জানাল বিয়ানীবাজার সূচনা পরিষদ

বিয়ানীবাজার সূচনা পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী দীর্ঘ দুই বছরের সুচিকিৎসা শেষে দেশে ফিরেছেন। রবিবার বিকেলে দর্শনীয় স্থান পরিদর্শন শেষে ফুলেল অভ্যর্থনার মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। পরে স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কেটে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান, প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আহমদ রেজা চৌধুরী, যুগ্ম সচিব আক্তার হোসেন, সিনিয়র সদস্য ফারুক মো. ইমরান, তাফরিদ হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল মাহফুজ, আব্দুর রহমান আল মাহবুব, শাহান আহমদ তামিম, সদস্য মাহিনুর রহমানসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে লন্ডনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আলতাফ হোসেন চৌধুরী। দীর্ঘ সময় নিবিড় পরিচর্যায় থাকার পর বিশেষায়িত পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে তিনি ধীরে ধীরে সুস্থতা ফিরে পান। 

পরিষদের নেতৃবৃন্দ বলেন, আহ্বায়ক আলতাফ হোসেন চৌধুরীর দেশে প্রত্যাবর্তনে সূচনা পরিষদের কার্যক্রমে নতুন গতি ও উদ্দীপনা সঞ্চার হবে।

এই সম্পর্কিত আরো