বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে জোনাল সেটেলমেন্ট প্রেস আরও আধুনিক ও কার্যকর করা হচ্ছে

সিলেট অঞ্চলের নাগরিকদের ভূমি-সংক্রান্ত সেবা আরও সহজলভ্য করতে সিলেট জোনাল সেটেলমেন্ট প্রেসকে আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।রোববার (৩১ আগস্ট) তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে।


ভূমি মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সিলেট বিভাগের আওতাধীন ৩৬টি উপজেলায় ১৯৮৭-৮৮ সাল থেকে ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়, যা এখনও চলমান রয়েছে। ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১২ সালে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে একটি মিনি প্রেস স্থাপন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এ প্রেসটি আরও কার্যকর হলে ভূমি জরিপ কার্যক্রমে গতি আসবে এবং সাধারণ মানুষ দ্রুত সেবা পাবে। জনস্বার্থে এ উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেস স্থাপনের মূল উদ্দেশ্য হলো সিলেটের নাগরিকরা যেন রাজধানীতে না গিয়েও স্থানীয় পর্যায়ে ভূমিসেবা গ্রহণ করতে পারেন।

এই সম্পর্কিত আরো