বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সবুজ সিলেটে সংবাদ প্রকাশ

শাল্লায় চোলাই মদসহ যুবক গ্রেফতার

'শাল্লায় মুজিববর্ষের উপহারের লাল ঘরে উৎপাদিত হচ্ছে মাদক' গত ২৭ আগত এই শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক সবুজ সিলেট। সংবাদটি প্রকাশের পর পরই পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ সহ সংবাদটি নজরে আসে শাল্লা থানা পুলিশেরও। এরপর গতকাল বিকেলে মাদকের বিরুদ্ধে নারকিলা গ্রামে অভিযান দেন শাল্লা থানা পুলিশ। জানা গেছে, ৯০ লিটার চোলাই মদ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তাছাড়াও মাদক বিক্রেতাদের সাথে থাকা মাদক পরিবহনের একটি নৌকাও জব্দ করেছে পুলিশ। গ্রেফতার কৃত ওই যুবক উপজেলার শাসখাই গ্রামের মৃত রসময় দাশের ছেলে সুহেল দাশ (২৫)। জানা গেছে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের নির্দেশনায়, উপপরিদর্শক তারেক নাজিরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করেছেন। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটায় স্পিডবোট দিয়ে নারকিলা গ্রামে অভিযান চালায় শাল্লা থানা পুলিশ। এসময় নারকিলা গ্রাম থেকে মাদকের এই চালানটি ক্রয় করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন সুহেল। পথিমধ্যেই পুলিশের হাতে সে ধরা পড়ে। এবিষয়ে এস আই তারেক নাজির জানান, মাদক নির্মূলে আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি। যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় অভিযানে আমাদেরকে অনেক কষ্ট হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, থানায় মাদকের মামলা রুজু করা হয়েছে। এবং গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরো