বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ বাজারে আধুনিক প্রযুক্তি সেবার নতুন সংযোজন বদরুল টেলিকম'-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) বিকেলে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শামীম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুস শহীদ, সহসভাপতি শাহ মো. হেলাল, নির্বাহী সদস্য এম এ কাদির,ব্যবসা প্রতিষ্ঠানের প্রো. শাকির আলম প্রমুখ।
এরআগে বাদ জোহর উদ্বোধন উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হয়। মাহফিলে
এলাকার উন্নয়ন, কল্যাণ এবং ব্যবসার সফলতা কামনা করা হয়।
এ সময় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।