বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কোন ষড়যন্ত্রই বিএনপিকে দমিয়ে রাখতে পারবে না -জি কে গউছ

বানিয়াচং উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে  গউছ।

৩০ আগষ্ট শনিবার  ৫ঘটিকায় স্থানীয় চানপাড়া লন্ডনী বাড়ীর মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির সহ সভাপতি শেখ আমজাল হোসেন এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসেন এর সঞ্চালনায়  বিএনপির  প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

জি কে গউছ বলেন বিএনপির বিরুদ্ধে  জাতীয় ও আন্তর্জাতিক  ষড়যন্ত্র হচ্ছে। তাই প্রত্যেক নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। ইনশাআল্লাহ কোন ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবে না। বিএনপি হচ্ছে জনগণের দল।জনগণ বিএনপিকে ভালবাসে তাই জনগণ কষ্ট পাবে এমন কোন কাজ  না করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানান তিনি।

বক্তব্যে জি কে গউছ আরো বলেন,আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বার বার বলছেন জনগণের ভালবাসা নিয়ে ভোটের মাধ্যমে বিএনপিকে  ক্ষমতায় যেতে হবে। জনগণ বিরক্ত হন এমন কোন কাজ থেকে সবাইকে   বিরত  থাকতে হবে।

তিনি হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল নিয়ে তার বিরুদ্ধে অপপ্রচারের জবাবে বলেন আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কোন লাভ নাই। যদি তৃনমূল নেতৃবৃন্দ আমাকে সভাপতি হিসেবে চান তাহলে কোন শক্তি আটকাতে পারবেনা। আমি দলের জন্য কাজ করি, দলকে ভালবাসি, দলের নেতাকর্মীরা আমার হৃদয়ের স্পন্দন।

প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনছার উদ্দিন, হারুন লস্কর, শেখ ওমর ফারুক,  মো:জাকির হোসেন, জহিরুল হক  শরীফ, তানিয়া খানম, শরীফ উদ্দিন আহমেদ ঠাকুর প্রমূখ।

এই সম্পর্কিত আরো