সিলেট নগরীর শিবগঞ্জ আদিত্যপাড়া থেকে তিন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, শামীম আহমদ (২৬) মোগলাবাজার থানাধীন কঠালপুর ফকিরপাড়ার ফারুক আহমদ এর ছেলে শামীম আহমদ, ছাতকের নোয়াগাঁও গ্রামের মৃত আরজ আলীর ছেলে আনোয়ার হোসেন, ব্রাক্ষনবাড়িয়ার সুবেদ আলীর ছেলে মো. ইব্রাহিম। তারা সবাই মজুমদারপাড়ার বিভিন্ন কলোনীর ভাড়াটে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি'র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
শনিবার (৩০ আগস্ট) বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর শিবগঞ্জ আদিত্যপাড়ার চাখুম রেস্টুরেন্টের গলিরমুখের পরিত্যক্ত কলোনির ভেতর থেকে জুয়াখেলারত অবস্থায় পুলিশ তাদের আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে ননএফআইআর মামলা দায়ের করা হয়েছে।