শনিবার, ৩০ আগস্ট ২০২৫
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে অবৈধভাবে বালু উত্তোলন, দুজনের কারাদণ্ড

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিজান আহমেদ (৩০) ও মেরাজুল আলী (৩২) নামে দুজনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

শুক্রবার (২৯ আগস্ট) সকালে বালু উত্তোলনের সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড দেওয়া হয়। 

কারাদণ্ডপ্রাপ্ত মিজান কোম্পানীগঞ্জের উত্তর বুড়দেও গ্রামের আব্দুল হান্নানের ছেলে এবং শাহাব একই গ্রামের মেরাজুল আলীর ছেলে। তারা দুজনেই সাধারণ বালু শ্রমিক।

জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করছিলেন তারা। এ সময় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া। 

তিনি বলেন, বালু ও পাথর বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণে সক্রিয় রয়েছে। যেকোনো মূল্যে আমরা অবৈধভাবে বালু-পাথর উত্তোলন প্রতিরোধে আমাদের পদক্ষেপ অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো