শনিবার, ৩০ আগস্ট ২০২৫
শনিবার, ৩০ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ইসলামী ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলা মজলিস কার্যালয়ে এই অনুষ্ঠান  আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া এবং সঞ্চালনা করেন বায়তুলমাল সম্পাদক নূর মোহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা শাখার সেক্রেটারি নূরুল ইসলাম নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক, লেখক ও কলামিস্ট মুফতী হুসাইন আহমদ মিসবাহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জুনায়েদ আহমদ এবং বিশ্বনাথ উপজেলা সেক্রেটারি রেজাউল করিম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন সভাপতি হাসান আহমদ নাহিদ, সেক্রেটারি আবু জাকের, গহরপুর জোন শাখা সভাপতি হাসান আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন শাখা সেক্রেটারি সাদিক আহমদ প্রমুখ।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন— মেধা ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগাতে হলে ইসলামী আদর্শে নিজেকে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তারা।

এই সম্পর্কিত আরো