বুধবার, ২৭ আগস্ট ২০২৫
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১৫ হাজার ঘনফুট বালু জব্দ - কুশিয়ারা সাদা বালি হরিলুট, সংবাদ টনক নড়ল প্রশাসনের চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন-পরিবহনে নতুন করে নিষেধাজ্ঞা ডিসির জেলা প্রশাসনের চিরুনি অভিযান - ৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার, ১ জনের কারাদণ্ড তিন মাসের মধ্যে নির্বাচন দিলে অনেক ঝামেলা এড়ানো যেত: মির্জা ফখরুল চন্দ্রনাথ পাহাড়ে উসকানিমূলক কার্যক্রম দেখামাত্র ব্যবস্থার নির্দেশ তিন উপদেষ্টার রুমিন একা যা করেছেন বিএনপির একশ নেতাও সেটা পারেননি: রনি সিলেটের সাদা পাথর কান্ডের পর, কুশিয়ারার সাদা বালিতে থাবা ! কমলগঞ্জে এক রাতে চারটি গরু চুরি আওয়ামী দোসরদের দলের কমিটিতে জায়গা নেই- জিকে গউছ
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় ফের নিলামে উঠলো জব্দকৃত ১৩ কোটি টাকার বালু

মৌলভীবাজারের কুলাউড়ায় জব্দকৃত ১৩ কোটি টাকা মূল্যের সেই বালুগুলো আইনী জটিলতা কাটিয়ে অবশেষে ফের নিলামে তুললো উপজেলা প্রশাসন। গণমাধ্যমের ভূমিকা ও প্রশাসনের তৎপরতায় বড় ধরণের রাজস্ব পাবে সরকার। দীর্ঘদিন থেকে জব্দ করে রাখা কয়েক কোটি ঘনফুট বালু নিলামের জন্য এর আগে গত ১৪ আগস্ট বিজ্ঞপ্তি দিলেও আইনী জটিলতায় আটকে যায় নিলাম কার্যক্রম। সেই আইনী জটিলতা নিরসন করে বুধবার (২৭ আগস্ট) বিকেলে ফের বালু নিলামের বিজ্ঞপ্তি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালু নিলাম কমিটির আহবায়ক মো. মহিউদ্দিন। বিজ্ঞপ্তিতে নিলামের নতুন তারিখ দেয়া হয়েছে আগামী ৩১ আগস্ট। 

সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের জব্দ করা ২ কোটি ৯৬ লক্ষ ৪১ হাজার ১৯২ ঘনফুট বালু নিজেদের মহালের দাবি করে করে হাইকোর্টে রিট পিটিশন নং-১১৯৪৬ দায়ের করেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা মনু নদীর বালুমহালের বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপি। হাইকোর্টে সেই রিট নিষ্পত্তি না হওয়ায় বালু নিলাম কার্যক্রম স্থগিত করতে বালু মহালের ইজারাদারের পক্ষে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ মোশতাক আহমেদ। ওই জটিলতার কারণে পূর্ব নির্ধারিত গত ১৮ আগস্ট তারিখের নিলাম কার্যক্রম পরিচালিত হয়নি। অনিবার্য কারণ বশত নিলাম কার্যক্রম স্থগিত করে গত ১৭ আগস্ট রাত ১১টার দিকে “উপজেলা প্রশাসন কুলাউড়ার ফেসবুক পেইজে” বিজ্ঞপ্তি দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। এর আগে স্থানীয় লোকজনের বিভিন্ন অভিযোগ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নির্দেশে জমাটকৃত বালুর স্তুপ চিহ্নিত করে গত জুলাই মাসের প্রথম দিকে কয়েক কোটি ঘনফুট বালু জব্দ করেন হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান।  

আরো জানা যায়, নিলামযোগ্য বালুর পরিমাণ ২ কোটি ৯৬ লক্ষ ৪১ হাজার ১৯২ ঘনফুট। যার মূল্য ধরা হয়েছে ১৩ কোটি ৩৩ লাখ ৮৫ হাজার ৩৬৪ টাকা। এদিকে বালু নিলাম কার্য বাস্তবায়নের জন্য মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। 


২৭ আগস্ট সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বালু নিলাম কমিটির আহবায়ক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক নিলাম বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গত ২ জুলাই কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন, হাজীপুর ইউনিয়নের কনিমুড়া, হরিচক ও সাধনপুর নামক স্থানে ১৪৩০ বাংলা সনে মজুতকৃত মোট ২ কোটি ৯৬ লক্ষ ৪১ হাজার ১৯২ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়। গত ৬ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখা থেকে স্পট নিলামের মাধ্যমে জব্দকৃত বালু বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় জব্দ করা ১ কোটি ৬২ লক্ষ ১৩ হাজার ৬৮০ ঘনফুট বালুর মূল্য ধরা হয়েছে ৭ কোটি ২৯ লক্ষ ৬১ হাজার ৫৬০ টাকা। হাজীপুর ইউনিয়নের কনিমুড়া এলাকায় জব্দ করা ৭৯ হাজার ৫০ ঘনফুট বালুর মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৭২৫ টাকা। হরিচক এলাকায় ১ কোটি ২৯ লক্ষ ৮৬ হাজার ৯৩২ ঘনফুট বালুর মূল্য ধরা হয়েছে ৫ কোটি ৮৪ লক্ষ ৪১ হাজার ১৯৪ টাকা। সাধনপুর এলাকায় ৩ লক্ষ ৬১ হাজার ৫৩০ ঘনফুট বালুর মূল্য ধরা হয়েছে ১৬ লক্ষ ২৬ হাজার ৮৮৫ টাকা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, আইনী জটিলতার কারণে গত ১৮ আগস্ট তারিখে জব্দকৃত বালুর প্রকাশ্য নিলাম কার্যক্রম স্থগিত ছিল। বর্তমানে আইনি জটিলতা নিরসন করে ফের ওই বালু নিলামের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। আগামী ৩১ আগস্ট সরকারি নিয়ম মেনে বালু প্রকাশ্য নিলাম করা হবে।   

উল্লেখ্য, মনু নদীর কটারকোনা বাজারসংলগ্ন বালুমহাল থেকে সরকার প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আয় করে। গত ১৪৩০ বাংলা সনে জেলা প্রশাসন থেকে ওই বালুমহাল ইজারা নেন পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা দীপক দে। বালু উত্তোলনের মেয়াদ শেষ হওয়ার পরও ফ্যাসিস্ট সরকারের সময়ে আওয়ামীলীগের জেলা ও উপজেলার শীর্ষ নেতাদের প্রভাব খাটিয়ে দিনরাত বালু উত্তোলন করে নদীর তীরবর্তী টিলাগাঁও ইউনিয়নের সালন, হাজীপুর ইউনিয়নের কনিমুড়া, হরিচক, সাধনপুরসহ বিভিন্ন স্থানে প্রায় কয়েক কোটি ঘনফুট বালু জমাট করেন দীপক দে। ওইসময় তিনি উত্তোলনকৃত বালু পুরোটা বিক্রি করেননি। চলতি ১৪৩২ বাংলা সনে বালুমহালের ইজারা পান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা যুবলীগ নেতা সেলিম আহমদের স্ত্রী নাজমুন নাহার লিপি। দীপক দে বর্তমান ইজারাদার না হলেও ব্যবসায়িক অংশীদার গড়ে তুলে পূর্বের জমাট করা কয়েক কোটি ঘনফুট বালু থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রায় এক কোটি ঘনফুট বালু অবৈধভাবে বিক্রি করেছেন বলে অভিযোগ উঠে।

এই সম্পর্কিত আরো

১৫ হাজার ঘনফুট বালু জব্দ কুশিয়ারা সাদা বালি হরিলুট, সংবাদ টনক নড়ল প্রশাসনের

চুনারুঘাটে ৫৪কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

সিলেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন-পরিবহনে নতুন করে নিষেধাজ্ঞা ডিসির

জেলা প্রশাসনের চিরুনি অভিযান ৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার, ১ জনের কারাদণ্ড

তিন মাসের মধ্যে নির্বাচন দিলে অনেক ঝামেলা এড়ানো যেত: মির্জা ফখরুল

চন্দ্রনাথ পাহাড়ে উসকানিমূলক কার্যক্রম দেখামাত্র ব্যবস্থার নির্দেশ তিন উপদেষ্টার

রুমিন একা যা করেছেন বিএনপির একশ নেতাও সেটা পারেননি: রনি

সিলেটের সাদা পাথর কান্ডের পর, কুশিয়ারার সাদা বালিতে থাবা !

কমলগঞ্জে এক রাতে চারটি গরু চুরি

আওয়ামী দোসরদের দলের কমিটিতে জায়গা নেই- জিকে গউছ