বুধবার, ২৭ আগস্ট ২০২৫
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

৪বছর পর শপথ নিলেন বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মুনিম

দীর্ঘ চার বছরের প্রতীক্ষা ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে শপথ নিলেন সিলেটের বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম।

বুধবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম তাঁকে শপথ বাক্য পাঠ করান। 


অনুষ্ঠানে ডিজিএলজি সুবর্ণ সরকার, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শপথ শেষে আব্দুল মুনিম বলেন, জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে মহান আল্লাহ আমাকে সাহায্য করেছেন এবং জনগণের ভালোবাসা দিয়েছেন। আজকের শপথ আমাকে নতুন করে মানুষের কল্যাণে কাজ করার প্রেরণা জোগাবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন আব্দুল মুনিম। কিন্তু নানা আইনি জটিলতা, আদালতের স্থগিতাদেশ ও প্রতিপক্ষের বাধার কারণে তাঁর শপথ গ্রহণ দীর্ঘদিন ঝুলে ছিল। অবশেষে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের মাধ্যমে চার বছর পর জনগণের রায় কার্যকর হলো।

এই সম্পর্কিত আরো