সিলেটের জকিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭ আগষ্ট উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান। এতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক শৃঙ্খলা ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ ছারওয়ার জাহান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।
সভায় বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সমস্যা সমাধান, জনস্বার্থে উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।