ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাটে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাজাঁর দুই ডিলারকে গ্রেফতার করা হয়েছে।
সুত্র জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেজর সাদমান সাকিব সাদ নেতৃত্বে ৪ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ১০নং দেপপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের গাঁজা ও মরণ নেশা ইয়াবা ট্যাবলেটের ডিলার ২ জনকে গ্রেফতার করা হয়। এবং অপর আরেকজন ইয়াবা ডিলার পালিয়ে যায়।
আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০পিছ ইয়াবা ট্যাবলেট, ৩৫০ গ্রাম গাঁজা, নগদ ৫৩ হাজার ৯শ টাকা, একটি গাজা সেবনের কলকি ১টি, ৪টি কেচি ও একটি চাকু।
আটকৃত ব্যক্তিরা হলো, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের মৃত আব্দুল মজিদ এর পুত্র মো: জমির আহমদ ওরফে সুন্দর মিয়া (৩০) ও দেবপাড়া গ্রামের সামাদ মিয়ার পুত্র মো: মায়েদ মিয়া (৩৪)। পরে সেনাবাহিনীর অভিযানিক দল উক্ত গ্রেফতারকৃদের ও জব্দকৃত মালামাল সহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন ।
নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেন।