বুধবার, ২৭ আগস্ট ২০২৫
বুধবার, ২৭ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ৬ রোহিঙ্গা প্রবেশের পর লাপাত্তা

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে দালাল চক্রের সহায়তায় ৬ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের খবর পাওয়া গেছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজন রোহিঙ্গার ছবি ও ভিডিও ধারণ করলেও তাদের আটক করেননি। পরে স্থানীয় একটি দালাল চক্রই রোহিঙ্গাদের নিরাপদে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ঘটনাটি ঘটে সোমবার (২৫ আগস্ট) দুপুরে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ১৩০২ মেইন পিলার এলাকার বাঘছড়া সীমান্ত দিয়ে। মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রবেশকারী রোহিঙ্গাদের কাউকে আটক করা হয়নি।

স্থানীয়দের দাবি, দুপুর ১২টার দিকে দালাল চক্রের সদস্য কামরাঙ্গীখেল গ্রামের সুলেমান (২৭), নিশ্চিন্তপুর গ্রামের সেলিম (৩৫) ও আনোয়ার উরফে আনর (৩২) ছয় রোহিঙ্গাকে বাঘছড়ার জঙ্গলে নিয়ে আসে। এ সময় বাউরভাগ গ্রামের রোমান আহমদ (২৪) ও আবুল (৪৫) ঘটনাটি প্রত্যক্ষ করে ভিডিও ধারণ করেন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে তৎপরতা শুরু হয়।

খবর পেয়ে বিজিবি টহল দল ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের অভিযোগ—তারা একজন পুরুষ, একজন নারী ও একজন শিশুকে দেখেও আটক করেননি।

এদিকে, ভিডিও ধারণ ও ছবি তোলাকে কেন্দ্র করে দালাল চক্রের সঙ্গে স্থানীয়দের মারামারির ঘটনাও ঘটে। এতে মো. আকবর আলী নামে এক ব্যক্তি মারামারি ও ছিনতাইয়ের অভিযোগ এনে দালাল চক্রের তিন সদস্যসহ ১০–১২ জনকে আসামি করে জৈন্তাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এই সম্পর্কিত আরো