রবিবার, ২৪ আগস্ট ২০২৫
রবিবার, ২৪ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেট ল' কলেজ ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন শাল্লার সোহাস

সম্প্রতি সিলেট ল' কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে আইন বিষয়ক সম্পাদক পদে স্থান অর্জন নিয়েছেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার কৃতি সন্তান সোহাগ আহমেদ।

গত ২১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট মহানগরের অধীনস্থ সিলেট ল’ কলেজ ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত ৪৬ সদস্যের একটি কমিটি প্রকাশ করেন তারা।

ঘোষিত ওই কমিটিতে আইন বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে সোহাগ আহমেদকে। এর আগে শাল্লা কলেজ ছাত্রদলের 'যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন তিনি। শাল্লার ছেলে সোহাগ আহমেদ সিলেট ল' কলেজ ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়ায় তার বন্ধুবান্ধব,সহকর্মী ও সহযোদ্ধাদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহাগকে অভিনন্দনে ভাসাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষী ও নেটিজনেরা। সোহাগ আহমেদকে অভিনন্দন জানিয়ে 'nasir sultan' নামের এক শুভাকাঙ্ক্ষী ফেসবুকে লিখেছেন শাল্লার প্রত্যান্ত অঞ্চল থেকে সিলেট ল' কলেজ ছাত্রদলে স্থান করে নেওয়ায় আমরা অনেক আনন্দিত ও গর্বিত। 

কমিটি ঘোষণার পর সোহাগ আহমেদ বলেন, আমি মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। সংগঠনের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে ছাত্রদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এ সময় তিনি ছাত্রদলের সকল নেতাকর্মী সহ দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জানা গেছে সোহাগ আহমেদ উপজেলার ৪নং ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের বাসিন্দা মোঃ জহুর ইসলামের ছেলে।

এই সম্পর্কিত আরো